শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

অডিও গানের বাজার ধরে রাখতে সিএমভির উদ্যোগ

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৯, ১২:০৩ এএম

ভিডিওর বাইরে অডিও গান প্রকাশের ঘটনা এখন বিরল। উল্টো গান কিংবা মিউজিক ভিডিওর বাজার দখল করে নিয়েছে নাটক কিংবা ওয়েব সিরিজগুলো। গানের বাজার ফেরাতে উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। প্রতিষ্ঠানটি এক ডজন শিল্পীর অডিও গান প্রকাশের উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান এসকে সাহেদ আলী পাপ্পু জানান, বরাবরই তারা অডিও গানকে গুরুত্ব দিয়ে আসছেন। তিনি বরেন, বাংলা গান বাঁচাতে হলে অডিও গানের গুরুত্ব বাড়াতে হবে। মিউজিক ভিডিও কখনোই ভালো গানের ধারক হতে পারে না। আগে ভালো গান হতে হবে, পরে ভিডিও। সেই ধারাবাহিকতায় আমরা মিউজিক ভিডিওর পাশাপাশি প্রকাশ করতে যাচ্ছি দেশের সবচেয়ে জনপ্রিয় তারকাদের নিয়ে এক ডজন নতুন অডিও গান। অডিও গানের তালিকায় রয়েছে তাহসান, মিনার, ইমরান, ঐশী, কর্ণিয়া, রেহান রসুল, মাহতিম সাকিব, তাহসিন, শফিকুল প্রমুখ। গানগুলোর শিরোনাম হলো- ভালো আছি (তাহসান), আমি উড়বো না (মিনার), ভুলে যেতে শিখিনি (ইমরান), তোকে যখন মনে পড়ে (মাহতিম সাকিব), যদি আমি না থাকি (ঐশী), হয়নি বলা ভালোবাসি (কর্ণিয়া), ভাবতে ঘেন্না লাগে (শফিকুল), পরাজয় (রেহান রসুল), ইচ্ছে আবেগ (তাহসিন) প্রভৃতি। সিএমভি জানায়, এই গানগুলো লিরিক ভিডিও আকারে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে। এছাড়াও দেশের প্রায় সবকটি মুঠোফোন মিউজিক অ্যাপ-এ প্রকাশ পাচ্ছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন