সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী ট্রাস্টের উদ্যোগে এসএসসি, এইচএসসি, দাখিল ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল রোববার মাইজভান্ডার দরবারে অনুষ্ঠিত হয়। দরবারের সাজ্জাদানশীন শাহসূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সায়েদুল আরেফিন। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীরা দেশের সম্পদ।
সভাপতির বক্তব্যে সৈয়দ সাইফুদ্দীন আহমদ বলেন, আউলিয়ায়ে কেরামের জীবনাদর্শে শিক্ষার্থীদের জীবন গড়তে হবে। বক্তব্য রাখেন ট্রাস্টের সচিব কাজী মহসীন চৌধুরী, ফটিকছড়ি থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আরিফুর রহমান, কাজী মো. শহিদুল্লাহ প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন