(জানুয়ারি ১৭, ১৯৪২ - জুন ৩, ২০১৬)
সাইকেল চোরকে শায়েস্তা করবার আকাক্সক্ষা থেকে এক কিংবদন্তির সৃষ্টি হতে পারে মোহাম্মদ আলীর জীবন না দেখলে বিশ্বাস করা মুশকিল। ১৮ বছর বয়সে বক্সিং রিং আলোকিত করে যার আন্তর্জতিক খ্যাতির শুরু, সেটি কবে যে চূড়ান্ত শিখড়ে পৌঁছেছে তাই বা কে বলতে পারে? প্রজাপতি কিংবা মৌমাছিকে এই নিষ্ঠুর খেলার সঙ্গে পরিচিত করে দিয়েছেন দৃষ্টিনন্দন এক শৈল্পীক রুপ। আবার ধ্বংসের মাঝে বেড়ে উঠলেও মানবতার এক অনন্য নিদর্শন ছিলো তার জীবনাদর্শ। সেই মোহাম্মদ আলীর মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলী-
বিখ্যাত সব বক্সিংয়ের জনক। তার মাঝে লিস্টনের সঙ্গে এই দ্বিতীয় লড়াইটি আলোকিত এক লড়াই
বাবা-মা আর ভাই রহমান আলী সঙ্গে কিংবদন্তি
পরিবারের সঙ্গে একান্তে মোহাম্মদ আলী
সেদজারত আলী
১৯৬৬ সালে হেনরি কুপারের সঙ্গে লড়াইয়ে
মোহাম্মদ আলীর জন্য মসজিদে দোয়া করছেন
অন্তরঙ্গ মুহুর্তে বিল ক্লিনটন ও মোহাম্মদ আলী
মার্টিন লুথারের সঙ্গে মোহাম্মদ আলী
পেলের সঙ্গে মোহাম্মদ আলী
মোহাম্মদ আলীর সঙ্গে তার স্ত্রীৃও
মন্তব্য করুন