শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

মতিঝিলে ১৭ মামলার আসামি নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৯, ৯:৪৫ এএম

‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে খ্যাত রাহিমা বেগমকে (৫০) রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। হত্যা-মাদক কারবারসহ বিভিন্ন অভিযোগের ১৭ মামলার আসামি তিনি।

গত মঙ্গলবার (২৭ আগস্ট) মধ্যরাতে র‌্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বলে বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাহিমা আইন-শৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত একজন শীর্ষ মাদক বিক্রেতা। তিনি দীর্ঘদিন ধরে দেশে ও দেশের বাইরে বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে তার মাদক ব্যবসার নেটওয়ার্ক সক্রিয় রাখছিলেন।

একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় থাকা এ আসামিকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয় বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন