শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

৬৯ শিক্ষার্থী স্থায়ী বহিষ্কার

ঢাবিতে ভর্তি জালিয়াতি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্নাতক প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষাসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ^বিদ্যালয়টির বিভিন্ন বিভাগের ৬৯ জন শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কারে শৃঙ্খলা কমিটির সুপারিশ সিন্ডিকেটে পাস হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম এ সিদ্ধান্ত নেয়। বহিষ্কৃতরা ২০১২-১৩ থেকে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত ছয় বছরে ভর্তি হয়েছিলেন।

এর আগে গত ০৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের এক সভায় এসব শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করা হয়। শৃঙ্খলা কমিটির সুপারিশ সিন্ডিকেটে পাস হয়। তবে বহিষ্কৃত এসব শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে বলে সিন্ডিকেট সূত্র জানিয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে নোটিশের উপযুক্ত জবাব দিতে না পারলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান এ বিষয়ে বলেন, ভর্তি জালিয়াতদের বহিষ্কারের বিষয়ে শৃঙ্খলা পরিষদের সুপারিশ সিন্ডিকেট গ্রহণ করেছে। সুপারিশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

একই অভিযোগে এর আগে গত ৩০ জানুয়ারি ১৫ শিক্ষার্থীকে চূড়ান্তভাবে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। এ ইস্যুতে এ পর্যন্ত ৮৪ জনকে বহিষ্কার করা হলো। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির দেয়া তালিকায় আরো তিনজন শিক্ষার্থীর তথ্য থাকলেও নাম-ঠিকানার সঙ্গে অমিল পাওয়ায় কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। পরিচয় শনাক্ত হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ।

এর আগে ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনার তদন্ত করে চক্রের ১২৫ জনকে শনাক্ত করে সিআইডি। যাদের মধ্যে ৮৭ জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সিআইডির চার্জশিট ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুসন্ধানের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদ ৬৯ শিক্ষার্থীর বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পায়।

শৃঙ্খলা পরিষদের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, এসব শিক্ষার্থীর প্রত্যেকের গ্রামের বাড়ি, হল কার্যালয় ও নিজ নিজ বিভাগে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়টি আগামী রোববার থেকে চিঠির মাধ্যমে জানানো হবে। আত্মপক্ষ সমর্থন করতে এক সপ্তাহ সময় দেয়া হবে। এই সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে স্থায়ী বহিষ্কার করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন