শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহীর মুন্ডুমালায় পুকুর পাহারদারের হাত পা বাঁধা লাশ উদ্ধার

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৯, ১:০৪ পিএম

রাজশাহীর তানোরের মন্ডুমালা পৌরসভার মঠপুকুরিয়া মাঠে পুকুর পাড়েই হাত-পা বাঁধা অবস্থায় রইস উদ্দিন নামে (৬২) এক পুকুর পাহারাদারের লাশ আজ সোমবার সকালে উদ্ধার করেছে পুলিশ। উপজেলার পাঁচন্দর উত্তরপাড়া গ্রামে তার বাড়ি।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পাহারাদার খুন হলেও পুকুর থেকে মাছ চুরি হয়নি। তাই পূর্ব শত্রুতার জের ধরে রইস উদ্দিনকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এ নিয়ে তারা তদন্ত শুরু করেছেন।
ওসি জানান, তরিকুল ইসলাম নামের এক ব্যক্তির ইজারা নেওয়া একটি পুকুর পাহারা দিতেন রইস উদ্দিন। সকালে স্থানীয়রা পুকুর পাড়ে রইসের হাত-পা বাঁধা লাশ দেখে পুলিশে খবর দেন। মাছ ধরা জাল এবং জালের রশি দিয়ে রইসের হাত ও পাসহ শরীরের ৮ থেকে ৯ স্থান বাঁধা ছিল।
সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এখন আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন