শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পোল্যান্ডের তীব্র সমালোচনা রাশিয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম


দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসী বাহিনীকে পরাজিত করার ক্ষেত্রে সোভিয়েত রাশিয়ার ভ‚মিকাকে অবজ্ঞা করায় পোল্যান্ডের তীব্র সমালোচনা করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর ৮০তম বার্ষিকী উপলক্ষে পোল্যান্ডে রোববার অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো হয়নি। এর প্রতিবাদে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার মস্কোয় এক বিবৃতি প্রকাশ করে ওই সমালোচনা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, কোটি কোটি মানুষের রক্তপাত ও ভবিষ্যত প্রজন্মগুলোর ভাগ্য পরিবর্তনের ওই যুদ্ধ ছিল গোটা মানবজাতির জন্য এক বেদনাদায়ক ঘটনা। কিন্তু এই ঘটনার জন্য হিটলারের নেতৃত্বাধীন জার্মানি ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে সমানভাবে দায়ী করার প্রচেষ্টা বর্তমান রাশিয়ার ভাবমর্যাদাকে ক্ষুণœ করার উদ্দেশ্যে করা হচ্ছে বলে মস্কো মনে করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে শুধুমাত্র পোল্যান্ডকে মুক্ত করার কাজে ৬ লাখ রুশ সৈন্য নিহত হয়। বিবৃতিতে বলা হয়, ওই বিশ্বযুদ্ধ-প‚র্ববর্তী জটিল পরিস্থিতি বিশ্বকে এই মহা বিপর্যয়ের দিকে নিয়ে গিয়েছিল এবং সেই জটিল বিশ্ব-পরিস্থিতির জন্য প্রকৃতপক্ষে কারা দায়ী ছিল সে সম্পর্কিত ঐতিহাসিক দলিল প্রকাশ করা জরুরি হয়ে পড়েছে। রোববার পোল্যান্ডের রাজধানী ওয়ারশ’তে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর ৮০তম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক সম্মেলনে প্রায় ৪০টি ইউরোপীয় দেশের শীর্ষ নেতা ও কয়েকটি বিশ্ব সংস্থার প্রধানরা অংশগ্রহণ করেন। পার্সটুডে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন