ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দেশের দ্বিপক্ষীয় আলোচনার কোনো ধরনের পরিকল্পনা অতীতেও ছিল না বর্তমানেও নেই। তিনি মঙ্গলবার সকালে ইরানের পার্লামেন্টে কয়েকজন প্রস্তাবিত মন্ত্রীর আস্থাভোটের আগে দেয়া এক বক্তৃতায় একথা বলেন। সা¤প্রতিক সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সাক্ষাৎ হতে পারে বলে খবর প্রকাশিত হয়েছে। বিশেষ করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ গত সপ্তাহে এক বক্তৃতায় বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে রুহানি-ট্রাম্প বৈঠক হতে পারে। প্রেসিডেন্ট রুহানি আজকের বক্তব্যের মাধ্যমে ম‚লত সে সম্ভাবনা নাকচ করে দিলেন। পার্সটুডে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন