‘আজকে তোদেরকে ঠিকই ধরা খাওয়াবো,’ বলল হায়াৎ।
‘অতো কথা বলিস না,’ আমি বললাম। ‘কী করতে চাস সেটা বল?’
‘কঠিন এক অঙ্কের ধাঁধা এনেছি,’ বলল হায়াৎ। ‘সমাধান করতে পারলে কফি খাওয়াবো।’
‘বলে ফেল,’ শহীদ একটা চুইংগাম মুখে পুরে দিয়ে বলল।
‘মনোযোগ দিয়ে শোন,’ হায়াৎ বলতে লাগল। ‘১ থেকে ১০-এর মধ্যে এমন একটি সংখ্যা আছে যেটা থেকে ৪ বিয়োগ দিলে যা ফল আসে, ঐ সংখ্যাটাকে ৪ দিয়ে ভাগ দিলেও প্রায় একই ফল আসে।’
‘প্রায় একই কেন?’ শহীদ বলল।
‘মানে সংখ্যাটি ভগ্নাংশ কি না।’
‘তিন মিনিটের মধ্যে সমাধান দিচ্ছি,’ বলল শহীদ।
শহীদ কী সমাধান দিয়েছিল?
বিভাগীয় সম্পাদক
সোনালী আসর, দৈনিক ইনকিলাব
ঢাকা-১২০৩।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন