শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যারিয়ার

সাধারণ জ্ঞান

প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

া বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল?
উ: মেহেরপুরে।
া দেশে কতটি সিটি কর্পোরেশন রয়েছে?
উ : ১১টি।
া পারিবারিক আদালত অর্ডিন্যান্স কবে জারি করা হয়?
উ : ১৯৮৫।
া বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ দান করেন?
উ : রাষ্ট্রপতি।
া ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোনটি?
উ: ১০নং ডাউনিং স্ট্রিট।
া ফুটবল যুদ্ধ (ঋড়ড়ঃনধষষ ধিৎ) কবে হয়েছিল?
উ: ১৯৬৯।
া ভারত মহাসাগরে ফ্রান্সের সামরিক ঘাঁটি কোথায়?
উ: রিইউনিয়ন দ্বীপ।
া বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে?
উ: জিমি কার্টার।
া কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী কে?
উ : জাস্টিন ট্রুডো।
া বিশ্বের শীর্ষে আর্থিক কেন্দ্র কোনটি?
উ : লন্ডন, যুক্তরাজ্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন