সখিপুরে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। টাঙ্গাইলের সখিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে জাবেদ আলী (২৫) নামের এক যুবক খুন হয়েছে এবং মৃত জাবেদ আলীর বাবা জয়নাল আবেদীনও ছুরিকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ছুরিকাঘাতের ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে নয়টায় উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ঘাটেশ্বরী গ্রামে। ঘটনার রাতেই ছুরিকাঘাতে গুরুতর আহত বাবা-ছেলেকে প্রথমে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক অবস্থা খারাপ দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। দুইজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার বিকেল পাঁচটায় ছেলে জাবেদ আলীর মৃত্যু হয়। সখিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল আহমেদ জানান, উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ঘাটেশ্বরী গ্রামের সৌদিআরব প্রবাসী আবদুর রহিমের স্ত্রী আফরোজা আক্তার (৩০) সোমবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়। নিহত আফরোজার দেবর আবদুর রশিদের বিদ্যুৎ লাইন থেকে এ দুর্ঘটনা ঘটেছে দাবি করে সোমবার রাত সাড়ে নয়টার দিকে নিহত আফরোজার চাচাতো দেবর জাবেদ আলী এ ঘটনায় আবদুর রশিদকে দায়ী করে। এ নিয়ে আবদুর রশিদ ও জাবেদ আলী ( সম্পর্কে দুজন চাচাতো ভাই) তর্কে জড়িয়ে পড়ে। এ সময় তাদের ঝগড়া মেটাতে জাবেদ আলীর বাবা জয়নাল আবেদীন এগিয়ে আসে। উত্তেজিত হয়ে এক পর্যায়ে আবদুর রশিদ ঘরে গিয়ে ছুরি এনে জাবেদ আলীর পেটে ঢুকিয়ে দেন।
বাধা দিলে তাঁর বাবা জয়নাল আবেদীনকেও শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাত করে। পরে আহত অবস্থায় দু’জনকেই ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার বিকেলে জাবেদ আলী মারা যায়। নিহত জাবেদের বাবা জয়নাল আবেদীনের অবস্থা শঙ্কামুক্ত বলে জানা গেছে। বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ( ওয়ার্ড নম্বর ১,২,৩) মুখলেছা আক্তার বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত জাবেদ আলীর লাশের ময়নাতদন্ত শেষ করে রাতেই সখিপুরের ঘাটেশ্বরী নিজ বাড়িতে আনা হয়েছে। সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আমির হোসেন বলেন, আবদুর রশিদ ছুরি মেরে ওই রাতেই পালিয়ে গেছে। এ ঘটনায় খুনের মামলা নেওয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন