শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ব্যাক্তিগত গাড়ি থেকে ফেনসিডিলসহ চালক আটক

গাইবান্ধা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ২:০৩ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রাইভেটকারের গ্যাসের সিলিন্ডার ভর্তি ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। একইসাথে চালক শাহীন সরদারকে (৩০) আটক করা হয়েছে।
আজ শনিবার রাত সাড়ে ৮ টার দিকে গোবিন্দগঞ্জ থানার সামনে থেকে তাকে আটক করা হয়।
প্রাইভেট কারের চালক শাহীন সরদার বগুড়া সদরের রাজাপুর এলাকার আতাউর রহমানের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মমিরুল জানান, গোপন সংবাদ পেয়ে রাতে থানার সামনে অবস্থান নেয় গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল। এসময় হিলি থেকে বগুড়াগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১১-৫৪৬৩) থামিয়ে তল্লাশি করা হয়। এক পর্যায়ে মেকানিক্স দিয়ে কারের গ্যাস সিলিন্ডার কেটে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মাদক কারবারী শাহীন দীর্ঘদিন ধরে হিলি এলাকা হতে ভারতীয় ফেনসিডিল চোরাই পথে এনে গাড়ির মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল।
তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন