শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিহারে বন্যায় ২৭ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৫০ পিএম

কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ভারতের বিহারে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। রাজধানী পাটনাসহ বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের ২৪ জেলায় আরো বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া অফিস।
পাটনার সমস্ত স্কুলগুলো আগমীকাল মঙ্গলবার (১ অক্টােবর) পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। বিহারের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা পাটনা, সেখানে বহু অঞ্চলেই মানুষ সমান পানি জমে গেছে, এলাকার স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে ব্যাপকভাবে।
পানি জমে যাওয়ার কারণে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করে নৌকার মাধ্যমে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বন্যাবিধ্বস্ত মানুষজনকে উদ্ধার করতে ব্যবহার করা হচ্ছে স্থানীয় পৌরসভার ক্রেনগুলো। এলাকার বিভিন্ন জায়গায় বিঘ্নিত হয়েছে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা। পানি জমে যাওয়ার কারণে অনেক বাসিন্দাই এখনও নিজেদের বাড়িতে আটকা রয়েছেন। তবে চালানো হচ্ছে উদ্ধার কাজ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন