শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ২০ দেশের সামরিক উপদেষ্টারা

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৯, ৯:৩০ পিএম

সশস্ত্র বাহিনী বিভাগের ব্যবস্থাপনায় বাংলাদেশে নিযুক্ত ও দায়িত্বপ্রাপ্ত যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান, ভারত ও তুরস্কসহ প্রায় ২০টি দেশের সামরিক উপদেষ্টারা বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু কোনারপাড়া শূণ্যরেখার রোহিঙ্গা ক্যাম্প এবং ঘূমধুম সীমান্ত ব্রিজ পরিদর্শন করছেন। দুপুরে সাড়ে ১২টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন।

বুধবার ও বৃহস্পতিবার দুই দিন ব্যাপি এই সফরে তারা একাধিক রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন, নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথে অনানুষ্ঠানিক আলোচনা, বিদেশী দাতা সংস্থাদের কার্যক্রম এবং শরণার্থী শিবির ব্যবস্থাপনার সাথে জড়িত বাংলাদেশী কর্তাব্যক্তিদের সাথে মতবিনিময় করেন।

বাংলাদেশে আশ্রিত বলপূর্বক বাস্তচ্যুত মিয়ানমার নাগরিকদের বর্তমান অবস্থা, মিয়ানমারে ফেরত যারার বিষয়ে তাদের চিন্তাভাবনা ও প্রত্যাবাসন প্রক্রিয়া সম্বন্ধে সম্যক ধারণা প্রদানের উদ্দেশ্যে সামরিক উপদেষ্টরা এই

 পরিদর্শন আসেন বলে জানাগেছে।  

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ২০ দেশের সামরিক উপদেষ্টারা
 
 
বিশেষ সংবাদদাতা কক্সবাজার   
সশস্ত্র বাহিনী বিভাগের ব্যবস্থাপনায় বাংলাদেশে নিযুক্ত ও দায়িত্বপ্রাপ্ত যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান, ভারত ও তুরস্কসহ প্রায় ২০টি দেশের সামরিক উপদেষ্টারা বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু কোনারপাড়া শূণ্যরেখার রোহিঙ্গা ক্যাম্প এবং ঘূমধুম সীমান্ত ব্রিজ পরিদর্শন করছেন। দুপুরে সাড়ে ১২টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন।
 
বুধবার ও বৃহস্পতিবার দুই দিন ব্যাপি এই সফরে তারা একাধিক রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন, নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথে অনানুষ্ঠানিক আলোচনা, বিদেশী দাতা সংস্থাদের কার্যক্রম এবং শরণার্থী শিবির ব্যবস্থাপনার সাথে জড়িত বাংলাদেশী কর্তাব্যক্তিদের সাথে মতবিনিময় করেন।
বাংলাদেশে আশ্রিত বলপূর্বক বাস্তচ্যুত মিয়ানমার নাগরিকদের বর্তমান অবস্থা, মিয়ানমারে ফেরত যারার বিষয়ে তাদের চিন্তাভাবনা ও প্রত্যাবাসন প্রক্রিয়া সম্বন্ধে সম্যক ধারণা প্রদানের উদ্দেশ্যে সামরিক উপদেষ্টরা এই
 পরিদর্শন আসেন বলে জানাগেছে।  
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন