শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

বুয়েটে সহপাঠীদের কান্নার রোল, লাপাত্তা ভিসি!!

বিশ্ববিদ্যালয় রিপোর্টার | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৯, ১২:২৯ পিএম | আপডেট : ২:১৪ পিএম, ৭ অক্টোবর, ২০১৯

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থী পিটিয়ে হত্যা অভিযোগ উঠেছে । এ ঘটনা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন উক্ত শিক্ষার্থীর কয়েকজন সহপাঠী।

গতকাল রোববার (৬ অক্টোবর) দিবাগত রাতে বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয়তলা থেকে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ (২১)
এর মরদেহ উদ্ধার করে কর্তৃপক্ষ।

হল সূত্রে জানা যায়, সম্প্রতি বাংলাদেশ-ভারত মধ্যকার হওয়া চুক্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় গতকাল রাতে 'শিবির' আখ্যা দিয়ে মারধর করে আবরারকে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (০৭) দুপুর ১২ টার দিকে শেরে বাংলা হলের কয়েকজন শিক্ষার্থী প্রাধ্যক্ষ অধ্যাপক জাফর ইকবালের কাছে হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ দেখার জোড় দাবি জানান। এছাড়া, তখন প্রাধ্যক্ষ গড়িমসি করলে কান্নায় ভেঙে পড়েন কয়েকজন শিক্ষার্থী। তারা বলেন, 'আপনার ছেলে মারা গেলে তখন আপনি কী করতেন? স্যার! আমাদের জীবনের কী কোনো মূল্য নেই আপনাদের কাছে??'

এদিকে হত্যাকাণ্ডের এতক্ষণ পরও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেননি। এছাড়া মুঠোফোনে কল দিলেও কল ধরছেন না তিনি। দুপুর ১২ টার দিকে শিক্ষার্থীদের চাপের মুখে গণমাধ্যম কর্মীদের সামনে উপাচার্যকে মুঠোফোনে কল দেন প্রাধ্যক্ষ। তখন উপাচার্যের ব্যক্তিগত সহযোগী (পিএস) কল রিসিভ করে উপাচার্য অসুস্থ বলে জানায়। এজন্য উপাচার্য আসতে পারবেন না বলে জানান তিনি।

এদিকে, হত্যাকাণ্ডের সিসিটিভি ভিডিও ফুটেজ না দেখে এবং হত্যাকারীদের গ্রেফতার না দেখে  নিজেরা কোথাও না যাওয়ার এবং প্রশাসনের কাউকেও বাইরে না যেতে দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রয়োজনে অনশন করার কথাও বলেন শিক্ষার্থীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
abdur rahman ৭ অক্টোবর, ২০১৯, ১:২৮ পিএম says : 0
দু' এক দিন পর চুপ হয়ে যাবে সোনার মানিকদের প্রমোশন দিবে কোন এক দুতাবাস। হায় সবাধীনতা , হায় ।
Total Reply(0)
হারুন ৭ অক্টোবর, ২০১৯, ১:৩৯ পিএম says : 0
ছাত্রলীগ মনে রাখিও ভারত মুসলিম গ্রহন করেনা
Total Reply(0)
samsul irfan ৭ অক্টোবর, ২০১৯, ৩:১৭ পিএম says : 0
এই সেই জাতীয় .....! যাদের কাছে খুন একটা নৈমিত্তিক ব্যাপার! আল্লাহর লানত তোদের উপর
Total Reply(0)
HABIB ৭ অক্টোবর, ২০১৯, ৭:৩৭ পিএম says : 0
dark future begin in the country
Total Reply(0)
taijul Islam ৮ অক্টোবর, ২০১৯, ৯:২৪ এএম says : 0
এই সেই জাতীয় .....! যাদের কাছে খুন একটা নৈমিত্তিক ব্যাপার! আল্লাহর লানত তোদের উপর
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন