শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

‘শিবির’ সন্দেহে বুয়েটের শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করলো ছাত্রলীগ: ফেইসবুকে নিন্দার ঝড়

শাহেদ নুর | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৯, ৫:০৭ পিএম

‘শিবির’ সন্দেহ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীকে হত্যা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার দিবাগত রাতে রাজধানীর চকবাজারে অবস্থিত বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয়তলা থেকে আবরার ফাহাদ (২১) নামে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। আবরার ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে নেটিজেনরা। তারা এই ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারপুর্বক সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।

শিক্ষিকা নীরা হক ঘটনাটি নিয়ে এক স্ট্যাটাসে লিখেন, ‘বুয়েটের মত একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানেকীভাবে এধরনের ঘটনা ঘটে? অনতিবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’

সাংবাদিক মুরসালিন অয়ন তার ফেইসবুকে লিখেন, ‘‘বুয়েটের হল থেকে আবরার ফাহাদ নামের এক শিক্ষর্থীর লাশ পাওয়া গেছে। তার শরীরে আঘাতের চিহ্নও পাওয়া গেছে। কিন্তু খবরের কাগজগুলোতে বলা হচ্ছে, ‘রহস্যজনক মৃত্য, ‘পিটিয়ে মারার অভিযোগ‘ ইত্যাদি। কিন্তু ফেসবুকে সবাই দাবি করছে, ফাহাদকে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং ঘটনাটা ঘটিয়েছে ............ ছাত্রলীগের কর্মীরা। তারা এটাও ধারণা করছে ফাহাদের দেওয়া শেষ ফেসবুক স্ট্যাটাসে ক্ষিপ্ত হয়েই ছাত্রলীগের জঙ্গী সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে। আসল ঘটনা দ্রুতই বেরিয়ে আসবে, এই আশা রাখলাম। বাংলাদেশ থেকে সকল প্রকার জঙ্গীবাদ এবং জঙ্গীপনা নিপাত যাক.... ’’

‘ছেলেটা শিবির করতে পারে, সেটা তার নাগরিক অধিকার। কিন্তু একটা জ্যান্ত ছেলেকে এভাবে পিটিয়ে হত্যা করা কোন সভ্য সমাজের মধ্যে নাই। যারা তাকে হত্যা করলো, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি শিবির করি না, কিন্তু মানুষ তার অধিকার নিয়ে স্বাধীন বাংলাদেশে বসবাস করবে, এটাই বাংলাদেশের মূলনীতিতে ছিলো। অমানুষদের জন্য নিরীহ প্রাণগুলো অকাতরে ঝরে যাচ্ছে তার দায়ভার কে নেবে? আগামী দিনগুলোতে তাহার সঠিক জবাব মিলবে বলে আশা করি।’ - লিখেছেন মাহবুবুর রহমান ফাহিম।

শামসুজ্জামান নাঈমের জিজ্ঞাসা, ‘আহা বুয়েট...!!! আহা সভ্য জাতি...!!! পিটিয়ে হত্যা করাটা বুয়েটের কোন ডিপার্টমেন্টের কোর্স...?’

‘আজ ভোর রাত ৩ ঘটিকায় বুয়েটের শেরে বাংলা হলে শিবির সন্দেহে অমানুষের মত স্ট্যাম্প দিয়ে পিটিয়ে একজন সাধারণ ছাত্রকে হত্যা করেছে তার হলের ছাত্রলীগের নেতারা। একটা পরিবারের স্বপ্ন,ভালোবাসা লাশ হয়ে নিথরভাবে পড়ে আছে....’ - লিখেছেন মোহাম্মদ মেহেদি সরকার।

শিক্ষাথী মুহাম্মদ আদিল লিখেন, ‘আবরারের সহপাঠিরাই নাকি তাকে ডেকে নিয়ে পিটিয়ে মেরে ফেলেছে! মানে এরকম .......ও বুয়েটের মত জায়গায় পড়ে! সহপাঠিরে পিটিয়ে মেরে ফেলে! শুধু শিবির সন্দেহে! উই ইউ বিলিভ ইট!’

‘সামান্য রাজনৈতিক প্রতিহিংসার কারণে এমন একজন মেধাবী ছাত্রকে যারা হত্যা করলো, আল্লাহ্ তুমি তাদের বিচার এই পৃথিবীতেই করো। ’ - মাহফুজুর রহমানের মন্তব্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন