শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সাপাহারে বজ্রপাতে একজনের মৃত্যু আহত-১

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৯, ৯:১৩ পিএম

নওগাঁর সাপাহারে বজ্রপাতে রানা (১৪) নামের এক কিশোর ছেলের মৃত্যু ও জোৎসনা (৪৫) নামের এক গৃহবধু আহত হয়েছে। ম্তৃ রানা উপজেলার বেলডাঙ্গা গ্রামের আব্দুর রউফ এর ছেলে এবং আহত জোৎসনা উপজেলার রায়পুর গ্রামের মো: আনারুল ইসলামের স্ত্রী।
স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, সোমবার সকালে সাপাহারের আকাশ প্রখর রোদেলা থাকলেও দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। এর পর মুসলধারে বৃষ্টির সাথে শুরু হয় প্রচন্ড মেঘের গর্জন। বেলা আড়াইটার দিকে রানা তাদের বাসার ছাগলের খাবারের জন্য রাস্তার ধারে গাছের পাতা কাটাতে গেলে মেঘের তীব্র গর্জনের সাথে বজ্রপাত ঘটে এবং সে ঘটনা স্থলেই জ্ঞান হারিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে তাকে দিঘীর হাট এলাকায় এক স্থানীয় ডাক্তারের নিকট নিয়ে এলে চিকিৎসক তাকে দেখে মৃত্যু ঘোষনা করে। অপর দিকে দুপুর ২টার দিকে রায়পুর গ্রামের ওই গৃহবধু জোৎসনা বৃষ্টির হাত থেকে রান্নার খড়ি তুলতে বাড়ীর বাহিরে গেলে প্রচন্ড আওয়াজে বজ্রপাত ঘটে। এসময় সে বজ্রপাতের তীব্র আওয়াজে জ্ঞান হারিয়ে ফেলে। লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে হাসপাতাল ওয়ার্ডে ভর্তি করে নেয়। বর্তমানে বজ্রপাতে আহত গৃহবধু জোৎসনা আশঙ্কামুক্ত বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন