জেএসসি ও জেডিসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে ২৫ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সারা দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেয়ায় শিক্ষা মন্ত্রী ডাঃ দীপুমনিকে সাধুবাদ জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। তবে কোচিং বন্ধ নয়, সব ধরনের কোচিং সেন্টার দ্রুত নিষিদ্ধের দাবি জানায় ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন। সোমবার (১৪ অক্টোবর) এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সুষ্ঠু পরিবেশে প্রশ্নফাঁসমুক্ত ও নকলমুক্ত ভাবে সব ধরনের পরীক্ষা সম্পন্ন করার জন্য সব ধরনের কোচিং সেন্টার শুধুমাত্র পরীক্ষার সময়ে সাময়িক বন্ধ করলে চলবে না, আইন করে সব ধরনের কোচিং সেন্টার নিষিদ্ধ করতে হবে। নেতৃদ্বয় বিবৃতিতে কোচিং সেন্টারসহ কোচিং বাণিজ্য, গাইড ও নোট বই নিষিদ্ধ করে দ্রুত শিক্ষা আইন পাস করার ও দাবি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন