শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

আদালতে নেয়া হয়েছে সম্রাটকে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৯, ১১:৫৭ এএম

অস্ত্র ও মাদক দুই মামলায় ২০ দিনের রিমান্ড শুনানির জন্য আদালতে নেয়া হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে। মঙ্গলবার তাকে আদালতে নেয়া হয়। তাই সকাল থেকেই আদালত চত্বরে ভিড় জমাচ্ছেন তার সমর্থক যুবলীগের নেতাকর্মীরা।

এদিকে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট মুক্তি পরিষদের’ ব্যানারে পুরা আদালত চত্বর পোস্টারে ছেয়ে ফেলা হয়েছে। পোস্টারে লেখা রয়েছে, ‘সম্রাটের হাতে হাতকড়া রাজনীতিবিদরা চরম লজ্জিত’। ‘সম্রাট খুবই অসুস্থ মানবতার জননী তাকে বাঁচান।’

‘তৃণমূলের পরীক্ষীত কর্মী, ঢাকার রাজপথের সাহসী বীর’সরেজমিনে দেখা গেছে, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের রাস্তা সংলগ্ন গেট ও ভবনের মূল গেটে শত শত নেতাকর্মীর ভিড়। পুলিশ মূল গেটের সামনে থেকে তাদের সরিয়ে দিতে চাইলেও তারা সেখানেই অবস্থান করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন