শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

আদালত চত্ব‌রে সম্রা‌টের সমর্থক‌দের ভিড়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৯, ১২:৩৬ পিএম

ঢাকার সিএমএম আদালত এলাকায় অবস্থান নিয়েছেন ক্যাসিনো সম্রাটের সমর্থকরা। তারা সম্রাটের মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দেখা যায়, যুবলীগ সমর্থকদের সরিয়ে দিচ্ছে ডিবি ও পুলিশ। তবে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে আদালত প্রাঙ্গণ।

এদিকে, ক্যাসিনো সম্রাট খ্যাত যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের দাবির পোস্টারে ছেয়ে গেছে পুরান ঢাকার সিএমএম আদালত চত্বর। আজ সম্রাটকে ঢাকার সিএমএম আদালতে হাজির করার কথা রয়েছে। এ উপলক্ষে ‘ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট মুক্তি পরিষদের’ ব্যানারে পুরা আদালত চত্বর পোস্টারে ছেয়ে ফেলা হয়েছে।

পোস্টারে লেখা রয়েছে, ‘সম্রাটের হাতে হাতকড়া রাজনীতিবিদরা চরম লজ্জিত’। ‘সম্রাট খুবই অসুস্থ মানবতার জননী তাকে বাঁচান।’

প্রসঙ্গত, গত ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে সম্রাটকে গ্রেফতার করা হয়। তখন তার সহযোগী আরমানকেও গ্রেফতার করে র‌্যাব। পরে তাদের যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। আলোচিত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ঢাকার জুয়াড়িদের কাছে ‘ক্যাসিনো সম্রাট’ হিসেবে পরিচিত। জুয়া খেলাই তার পেশা ও নেশা। প্রতি মাসে ঢাকার বাইরেও যেতেন জুয়া খেলতে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
ইসরাফিল ১৫ অক্টোবর, ২০১৯, ১২:৪৫ পিএম says : 0
"অন্যায় যারা করে এবং সহ্য করে উভয়ই সমান অপরাধী, সুতরাং অন্যায়ের বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন."
Total Reply(0)
সচেতন জনতা ১৫ অক্টোবর, ২০১৯, ১:৩০ পিএম says : 0
অপরাধি যে কেউ ই হোক তার পরিচয় সে অপরাধি ই।তাকে মদতদাতা আশ্রয় দাতা সকলেই অপরাধি।অপরাধির বিচার হোক।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন