বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে কারাগারের অ্যাম্বুলেন্সে করে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে নেওয়া হয়েছে। তাকে আদালতে নেওয়াকে কেন্দ্র করে পুরান ঢাকায় সকাল থেকে তার কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
সোমবার (২২ আগস্ট) সকাল দশটার দিকে সম্রাটকে বহনকারী অ্যাম্বুলেন্স আদালত এলাকায় পৌঁছালে পুরো স্থবির হয়ে পুরান ঢাকার সড়ক।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন শুনানি করা হবে আজ।
নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে সম্রাটের মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। এতে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বাইরে বের হওয়া মানুষকে যানজটে আটকে থাকতে হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন