খাগড়াছড়ির রামগড়ে বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় নবনির্মিত থানা কাম ব্যারাক ভবনের শুভ উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান,এমপি।
এসময় উপজাতীয় শরনার্থী ট্রাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান, চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, পিপিএম-সেবাসহ পুলিশ ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।
রামগড় থানার অফিসার ইনর্চাজ তারেখ মো. হান্নান জানান-স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের আগমন উপলক্ষে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। ভবন উদ্বোধন শেষে মন্ত্রী রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় জনসাধারণের অংশগ্রহনে মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী জনসভায় বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন রামগড় সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ ফরহাদ।
উল্লেখ্য, ২০১৫ সালে ৮ডিসেম্বর বিগত সরকারের মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রী থাকাকালীন আসাদুজ্জামান খান এমপি রামগড় থানা কাম ব্যারাক ভবনের ভিক্তি প্রস্তর প্রতিস্থান করেন। গণপূর্ত বিভাগের বাস্তবায়নে ৭ কোটি ৩৫ লাখ ২৭ হাজার টাকা ব্যয়ে চলতি বছরের গত জুনে নির্মাণ কাজ শেষ করে সংশ্লিষ্টদের নিকট হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন