রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে বুধবার বিকালে মোবাইল কোট পরিচালনা করে ৪ পেঁয়াজের আড়তদারকে জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলার জামালপুর বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট শাহ মোঃ সজিব ৪ জন পেঁয়াজের আড়তদাকে প্লাষ্টিকের বস্তায় পেঁয়াজ রাখার অপরাধে সাড়ে ১১ হাজার টাকা জরিমান আদায় করাসহ প্লাাষ্টিকের বস্তা গুলো জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। পরে মাছ বাজারে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত ৩০ কেজি পিরহানা মাছ জব্দ করে মাটিতে পুতে রাখা হয়। মোবাইল কোট পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট শাহ মোঃ সজিব। এ সময় উপজেলা মৎস্য কমৃকর্তা (অঃদাঃ) মো. রবিউল হক ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন