শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কু-দৃষ্টি দিলেই পাকিস্তানকে উপযুক্ত জবাব : রাজনাথ সিং

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৯, ৩:০৪ পিএম

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, তার দেশের দিকে কেউ বাজে নজর দিলে তাদের উপযুক্ত জবাব দেয়া হবে। মঙ্গলবার দিল্লিতে এক নৌ-কমান্ডার সম্মেলনে বক্তব্য দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।

রাজনাথ বলেন, ‘ভারত কখনই আক্রমণাত্মক হয়নি। আমরা কখনও কোনও দেশে আগে আক্রমণ করিনি। কিন্তু যে আমাদের দিকে খারাপ দৃষ্টি দিয়ে দেখবে তার উপযুক্ত জবাব দিতে আমরা তৈরি আছি।’

তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে আমাদের সামুদ্রিক শক্তি ও সীমান্ত, নৌবাহিনীর নিরাপদ হাতে রয়েছে। আগের চেয়ে আজ আমাদের সুরক্ষা ব্যবস্থা এতোটাই শক্ত যে, এখন আমরা মুম্বাই হামলার মতো কোনও ঘটনা ঘটতে দেবো না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নৌবাহিনী দেশীয় সরঞ্জাম ব্যবহার করে দেশের সীমান্ত রক্ষা করছে।’
রাজনাথ সিং বলেন, ‘প্রয়োজন হলে সরকার প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি করবে। আমাদের তিন বাহিনী আমদানি করা সরঞ্জামের উপর নির্ভরতা হ্রাস করার চেষ্টা করছে।’
১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ ভূমিকা পালনের জন্য ভারতীয় নৌবাহিনীর প্রশংসা করেন রাজনাথ। তিনি বলেন, পাকিস্তানের বোঝা উচিত যে, আজ আমাদের সরকারের দৃঢ় সংকল্পবদ্ধ। নৌবাহিনীর বহরে আমরা সাবমেরিন আইএনএস খান্ডেরিকে অন্তর্ভুক্ত করার ফলে ওদেরকে আরও বড় ধাক্কা দিতে সক্ষম।

তিনি বলেন, দুনিয়ার যে কয়েকটি দেশ সাবমেরিন তৈরি করতে পারে সেই তালিকায় ভারতের নাম রয়েছে। এটা খুবই গর্বের বিষয়। যারা আমাদের অঞ্চলে শান্তি ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে ভারতীয় নৌবাহিনী কঠোর পদক্ষেপ নেবে। সূত্র: পার্স টুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
আবু আব্দুল্লাহ ২৩ অক্টোবর, ২০১৯, ৩:৪৯ পিএম says : 0
TOBE HINDURA BHITU
Total Reply(1)
Yourchoice51 ২৪ অক্টোবর, ২০১৯, ১০:৪০ পিএম says : 4
ইসলামে ন্যায়ের জন্য যুদ্ধে প্রাণ গেলে মুমিনরা শহীদ; আর বাঁচলে গাজী। অন্যান্য ধর্মে এধরণের বিধান রয়েছে কি?
Yourchoice51 ২৪ অক্টোবর, ২০১৯, ১০:২৭ পিএম says : 0
রাজনাথ বলেন, "ভারত কখনই আক্রমণাত্মক হয়নি। আমরা কখনও কোনও দেশে আগে আক্রমণ করিনি।" উনি বলতে ভুলে গেছেন বোধয় যে, বাংলাদেশের স্থল সীমানায় ঢুকে বাংলাদেশিদের উপর হামলা এবং জলসীমানায় ঢুকে বাংলাদেশের মাছ লুটপাট করতে ভারত দ্বিধাবোধ করে না।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন