টেকনাফের বিজিবি জওয়ানরা দমদমিয়া এলাকায় নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। উদ্ধার করা ইয়াবার মূল্য প্রায় ১২ কোটি ৯০ লাখ টাকা বলে জানা গেছে।
২৩ অক্টোবর (বুধবার) ভোর ৩টার দিকে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় নাফ নদীর কিনারায় কেওড়া বনে অভিযান চালিয়ে এই ইয়াবা গুলো উদ্ধার করে বিজিবি সদস্যরা।
বিজিবি ২ ব্যাটালিয়ন ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান পাচার হয়ে আসার সংবাদে তার নিজের নেতৃত্বে বিজিবিরি একটি দল দমদমিয়া হাজির খাল এলাকায় অবস্থান নেয়।
একপর্যায়ে ৪-৫ জন লোককে নাফ নদী সাঁতরিয়ে আসতে দেখে বিজিবি জওয়ানরা চ্যালেঞ্জ করলে তারা দ্রুত কেওড়া বনের ভিতর পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে সেখানে তল্লাশী চালিয়ে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবা ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে। এর মূল্য প্রায় ১৩ কোটি টাকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন