শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

টেকনাফে ২ লক্ষ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজার থেকে বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৯, ৯:৫৯ এএম

বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা টেকনাফের উপকূলে পৃথক অভিযান চালিয়ে ২ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

তবে উভয় অভিযানে কোন মাদক কারবারি আটক হয়নি। উদ্ধারকৃত ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে পৃথক মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

১০ ডিসেম্বর ভোর পৌনে ৪টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের টেকনাফ বিসিজি আউট পোস্টের জওয়ানেরা টেকনাফ উপজেলার নোয়াখালীপাড়া সাগর উপকূলে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি বস্তা ও জারিকেন উদ্ধার করে।

তাছাড়া একই দিন সকাল পৌনে ৫টার দিকে শাহপরীরদ্বীপ আউট পোস্টের জওয়ানেরা শাহপরীরদ্বীপ সাগর উপকূলে অপর ১টি অভিযান চালিয়ে আরও ১টি পরিত্যক্ত বস্তা উদ্ধার করে। তা বিসিজি ষ্টেশনে নিয়ে গণনা করে ২ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন