বৃহস্পতিবার (৬ মে) কক্সবাজার ৩৪ বিজিবি এর অধীনস্থ রেজুপাড়া বিওপি’র সদস্যগণ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে এবং একজনকে আটক করে।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেজুপাড়া বিওপি’র একটি চৌকস টহল দল কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ২নং রত্নাপালং ইউপি’র পূর্ব তুলাতুলী নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে।
রাত ১২টা ২০ মিনিটে ০৩/০৪ জন ব্যক্তিকে সীমান্ত এলাকা হতে পায়ে হেঁটে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে। এতে তারা দৌড়ে পালানোর সময় নুরুল আমিন (৩৪), পিতা-মৃত মোহর আলীকে আটক করে।
অতঃপর টহল দল তার সাথে থাকা লুঙ্গী দিয়ে মোড়ানো ব্যাগ তল্লাশি করে ৫০ (পঞ্চাশ হাজার) পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন