নানা অনিয়মে বন্ধ হতে যাওয়া পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধ রাখার সময় আবারও ৬ষ্ঠ দফায় বাড়ানো হয়েছে। কোম্পানিটিকে আরো ১৫ দিন শেয়ার লেনদেন বন্ধ রাখার আদেশ দিয়েছে ডিএসই।
সূত্র মতে, আজ ২৮ অক্টোবর থেকে কোম্পানিটির লেনদেন আরও ১৫ দিন বন্ধ থাকার নির্দেশ দিয়েছে ডিএসই।
এর আগে, গত ১৪ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধের ঘোষণা করে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জের ৯৩২তম বোর্ড সভায় সেই স্থগিতাদেশই বর্ধিত করে গত ১৩ আগস্ট থেকে ২৭ আগস্ট করা হয়। এরপর আবারো তৃতীয় দফায় ২৮ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত এবং গত ১২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত আরো ১৫ দিন লেনদেন বন্ধ রাখার গোষণা দেয় ডিএসই। এবং পঞ্চম দফায় ১৩ অক্টোবর থেকে থেকে ২৭ অক্টোবর পর্যন্ত বন্ধ ছিল। দীর্ঘ ৯০ দিন বন্ধের পর আবারো ১৫ দিন স্থগিতাদেশ বাড়লো কোম্পানিটির।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন