শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনালি আসর

বাবা দিবসের ছড়া

প্রকাশের সময় : ২০ জুন, ২০১৬, ১২:০০ এএম

সুজন সাজু
বাবা আমার

বাবা আমার হাসে যখন পাঁপড়ি ফুল ঝরে,
পাঁপড়িগুলো পরশ বুলাই মায়ার আদর করে।
আমিও তখন হারিয়ে যাই অন্য জগৎ মাঝে,
মনের ভিতর শব্দ ঝরে আনন্দেও ঢোল বাজে।
স্বপ্ন খুশির পেখম মেলে আকাশ পাড়ে উড়ি,
হাসি মাখা মুখটি বাবার নাইকো রূপের জুড়ি।
বাবা যখন কাজের শেষে আদর দিতে আসে,
চিত্ত মাঝে নৃত্য করে আমোদে যায় ভাসে।
খোকা বলে জড়িয়ে ধরে আলিঙ্গনে মেখে,
মিষ্টি মুখো চুমো ঢালে বুকের মধ্যে রেখে।
তখন আমার হুশ থাকেনা কোথায় আছি আমি,
ঊাবা যে আমার ছায়া হয়ে থাকে ডানে বামই।
বাবা আমার শিক্ষা দেয় সৎ ও  নীতির বানীতে,
কখনো না ব্যস্ত থাকবি করতে পরের গ্লানিতে।
পরের ভালো খুঁজবি শুধু মন্দ কভু নয় যে,
খারাপ খুঁজে মন্দরা সব কাজটা তাদের হয় যে।
বাবার আদেশ পালন করি লালন করি বুকে,
বাবা মায়ের দোয়া নিয়ে আছি তো বেশ সুখে।

শাহাদাৎ শাহেদ
বাবার ছবি

ডেডি বাপি পাপ্পা বলি
আব্বা বাবা ফাদার,
তুমি শুধুই তুমিই বাবা
বাদ বাকিরা আদার।

হাঁটতে গেলে আমার ছায়ায়
তোমার প্রতিচ্ছবি,
তুমি আমার কাব্য বাবা
আমি যখন কবি।

আমার শিরায় তোমার লোহিত
রক্ত চলে ববা,
তোমায় ছাড়া আমার জীবন!
যায় না মোটেই ভাবা।

এদিক তাকিই, ওদিক তাকাই
সব দিকেই তুমি!
এই ধর নাও- এই কবিতায়
আঁকা তোমার ছবি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন