সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বড় বড় ডিগ্রি ও সার্টিফিকেটের জন্য শিক্ষা নয়। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানবিক গুণসম্পন্ন ভালো মানুষ হতে হবে। গতকাল (বুধবার) নগরীর পোস্তারপাড় আছমা খাতুন সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মেয়র নাছির নীতি-নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম বিবর্জিত কোন সন্তান কল্যাণে আসে না বলে মন্তব্য করেন বলেন, পিতা-মাতা ও একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানই পারে আলোকিত ও মূল্যবোধসম্পন্ন সু-নাগরিক সৃষ্টি করতে।
কাউন্সিলর মোহাম্মদ জাবেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুদ্দোজা ফরাজী, আবদুল মান্নান ফেরদৌস, আবদুর রশিদ লোকমান, ওয়াহিদুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, ইদ্রিস কাজিম, প্রিন্সিপাল লাভলী মজুমদার প্রমুখ। পরে মেয়র কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন