শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এসএ গেমসের ম্যাটেই উশুর ‘প্রস্তুতি’

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৯, ৭:০৬ পিএম

নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমসের আগে বাংলাদেশ জাতীয় দলের উশুকাদের জন্য সুখবর। আর তা হচ্ছে- আসন্ন এসএ গেমসে খেলার ঠিক পূর্ব মূহূর্তে লাল-সবুজের উশুকারা দেশে নতুন ম্যাটে খেলে নিজেদের ঝালাইয়ের সুযোগ পাচ্ছেন। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত হবে দিনব্যাপী অ্যাম্বাসেডর কাপ চায়না-বাংলাদেশ উশু ডেমনস্ট্রেশন। এই প্রতিযোগিতায় চীন থেকে আনা নতুন ম্যাটে খেলা হবে। যেমন ম্যাটে নেপাল এসএ গেমসেও খেলবেন উশুকারা। ফলে এখানে খেলে এসএ গেমসের জন্য ম্যাট অভিজ্ঞতা অর্জন করতে পারবেন জাতীয় দলের খেলোয়াড়রা। বলা চলে এসএ গেমসের ম্যাটেই উশুর ‘প্রস্তুতি’টা সারবেন তারা। তথ্যটি গতকাল নিশ্চিত করেন বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: দুলাল হোসেন। তিনি বলেন, ‘আগামী মাসে নেপালে শুরু হওয়া এসএ গেমসের ১৩তম আসরে যে ম্যাট ব্যবহার করা হবে, একই ম্যাট আমাদেরকেও দিয়েছে চীন। তাই আমাদের উশুকারা নেপাল যাওয়ার আগেই গেমসের ম্যাটে অনুশীলনের সুযোগ পাচ্ছেন। এটা আমাদের জাতীয় দলের খেলোয়াড়দের জন্য বাড়তি পাওয়া। আশাকরি একই ম্যাট হওয়ায় এখানে অনুশীলন করার পর নেপালে গিয়ে দেশের জন্য তারা ভালো ফল বয়ে আনতে পারবেন।’

অ্যাম্বাসেডর কাপ চায়না-বাংলাদেশ উশু ডেমনস্ট্রেশনে সাতটি সংস্থা, বিভিন্ন জেলা ও ক্লাবসহ ১৮ দলের প্রায় চারশ’ উশুকা অংশ নেবেন। নেপাল এসএ গেমসে অংশগ্রহণকারী জাতীয় দলের খেলোয়াড়রা খেলবেন অংশ নেয়া বিভিন্ন দলের হয়ে। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাশিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল, এমপি। এসময় বিশেষ অতিথি থাকবেন সাবেক এমপি ও চায়না বাংলা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম মোল্লা এবং জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো: মাসুদ করিম। বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও উশু ফেডারেশনের সভাপতি ড. আবদুস সোবহান গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকবেন সাধারণ সম্পাদক মো: দুলাল হোসেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন