বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

অ্যাম্বাসেডর কাপ উশু ডেমনস্ট্রেশন শেষ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৯, ৮:২৬ পিএম | আপডেট : ৮:৩৩ পিএম, ২ নভেম্বর, ২০১৯

অ্যাম্বাসেডর কাপ চায়না-বাংলাদেশ উশু ডেমনস্ট্রেশনে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বিকেএসপি ও বাংলাদেশ আনসার। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী এই উশু ডেমনেস্ট্রেশন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও উশু ফেডারেশনের সভাপতি ড. আবদুস সোবহান গোলাপ, এমপি। এ সময় বাংলাদেশস্থ চীনের রাষ্ট্রদূত লী জিমিং, চায়না-বাংলা সিরামিক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম মোল্লা এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন উপস্থিত ছিলেন। নেপালে অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান (এসএ) গেমসে যেমন ম্যাটে উশু খেলা হবে, চীন থেকে আনা তেমন নতুন ম্যাটেই খেলা হয়েছে অ্যাম্বাসেডর কাপ চায়না-বাংলাদেশ উশু ডেমনস্ট্রেশনে। ফলে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে এসএ গেমসের জন্য ম্যাট অভিজ্ঞতা অর্জন ছাড়াও নিজেদের ঝালাইয়ের সুযোগ পেয়েছেন জাতীয় দলের উশুকারা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন