শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নোবিপ্রবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৯, ১১:৩৭ এএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার উপাচার্যের কার্যালয়ে ভর্তি কমিটির চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

এবার পরীক্ষায় মোট আবেদনের সংখ্যা ছিল ৬৮ হাজার ৭৬০টি; যার মধ্যে মোট পাশের হার ৬১.৮৫%। পাশের হার এ ইউনিটে ৭১.২৩%, বি ইউনিটে ৭৩.৫৯%, সি ইউনিটে ৬২.৭৫% এবং ডি ইউনিটে ৪৯.৪৬%, ই ইউনিটে ৪৪.৮৯% এবং এফ ইউনিটে ২৭.৮৫%।
গত ১ ও ২ নভেম্বর দুই দিনব্যাপী 'এ', 'বি', 'সি', 'ডি', 'ই' এবং 'এফ' ইউনিটসহ ছয়টি ইউনিটের ৩০টি বিষয়ে এক হাজার ২৮৫ ( কোটা ছাড়া) আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন