শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

তিন দিন পর সদরঘাটে নৌযান চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৯, ১০:৩৫ এএম

বুলবুলের প্রভাবে প্রায় তিন দিন বন্ধ থাকার পর সদরঘাট থেকে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল শুরু করেছে দেশের দক্ষিণাঞ্চলের রুটগুলোতে।

বৈরি আবহাওয়ার কারণে গত শুক্রবার (৮ নভেম্বর) থেকে সদরঘাট থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। আবহাওয়া অনুকূলে আসায় আজ সোমবার সকাল ৬টায় সারা দেশের অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়।

এর আগে গতকাল রবিবার (১০ নভেম্বর) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরাত দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ থেকে নৌযান চলাচল করার তথ্য জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
আবদুল কাদের ১১ নভেম্বর, ২০১৯, ১১:২৫ এএম says : 0
খবরটা শুনে ভালো লাগলো
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন