নদী ভাঙনের কবলে পড়ে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ থাকায় ঢাকাগামী যাত্রীরা চরম বিপাকে পড়েছেন।
শিমুলিয়া ঘাট এলাকায় নদী ভাঙনে বিআইডব্লিউটিসির চার নম্বর ফেরিঘাট বিলীন হয়ে গেছে। ঝুঁকিতে রয়েছে দুই নম্বর ঘাট। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকাল থেকে কাঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ-ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত রাতে পদ্মার ভাঙনের মুখে পড়েছে শিমুলিয়া প্রান্তের ঘাটগুলো। চার নম্বর ফেরিঘাট ভেঙে গেছে। দুই নম্বর ঘাটেও ভাঙন দেখা দিয়েছে। আকস্মিক ভাঙনের ফলে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
এদিকে, নৌযান চলাচল বন্ধ থাকায় ঢাকাগামী যাত্রীরা বিপাকে পড়েছেন।
বিআইডব্লিউটিসির মেরিন কর্মকর্তা (শিমুলিয়া) আহমদ আলী গণমাধ্যমকে জানান, চার নম্বর ফেরিঘাট ভেঙে গেছে। দুই নম্বর ঘাটে ভাঙন দেখা দিয়েছে। সব মিলিয়ে শিমুলিয়া ঘাট এলাকা ভাঙনের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে। এ কারণেই নৌযান চলাচল বন্ধ রয়েছে। ঘাট ঠিক করা হলে নৌযান চলাচল স্বাভাবিক হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন