অতিরিক্ত বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের কারণে মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌরুটে লঞ্চ-স্পিডবোট চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩ মে) সকাল ৯টা থেকে নৌরুটটি দিয়ে সকল ধরনের লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিএ-র বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এরই মধ্যে দৈনিক অধিকারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘাট সূত্রে জানা যায়, এদিন সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে। মূলত এর পরপরই প্রকৃতিতে কালবৈশাখী ঝড়ের আভাস দেখা দেয়। সকাল ৯টা থেকে প্রচণ্ড বেগে বাতাস বইতে শুরু করলে দুর্ঘটনা এড়াতে সকল প্রকার লঞ্চ ও স্পিডবোট চলাচল পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখে কর্তৃপক্ষ। আর নদীতে চলাচলরত সকল নৌযানকে নিরাপদ স্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়।
বিআইডব্লিউটিএ-র বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, দুর্ঘটনা এড়াতে সকাল ৯টা থেকে সকল প্রকার লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে নৌযান চলাচল শুরু হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন