শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মেহেরপুরে ২০ ঘণ্টা পর বাস চলাচল শুরু

মেহেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৯, ১:৩০ পিএম

মেহেরপুরে ডাকা বাস ধর্মঘট প্রায় ২০ ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ পরিবর্তনের দাবিতে বাস ধর্মঘটের ডাক দেয় মোটর শ্রমিক ইউনিয়ন।

জেলা পুলিশের হস্তক্ষেপে আজ শনিবার সকাল থেকে সব রুটের বাস চলাচল শুরু হয়েছে।
এর আগে, গতকাল শুক্রবার সকাল থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেন চালকরা।

মেহেরপুরের বাসচালক শ্রমিকদের দাবি, মোটরযান চালকদের পাশাপাশি ইজিবাইক, আলগামন, করিমনসহ শ্যালো ইঞ্জিনচালিত সব যানবাহনের চালকদেরও নতুন আইনের আওতায় আনা হোক।

এসময় মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
মোটর শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মতিয়ার রহমান জানান, ১৫ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর হওয়ায় আতঙ্কিত হয়েই বাস চালাননি চালকরা। তবে সকাল থেকে পুনরায় বাস চলাচল শুরু হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন