বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সখিপুরে ইভটিজিং থেকে রক্ষা পেল জেডিসি পরীক্ষার্থীরা

সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৯, ৫:০৬ পিএম

টাঙ্গাইলের সখিপুর প্রতিমাবংকী ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে শনিবার জেডিসি পরীক্ষার্থীদের ইংরেজি শেষ পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা(মেয়েরা) বের হওয়ার সময় অসংখ্য বখাটেদের মাদরাসা গেইটে দেখতে পায়। এসময় একজন মেয়ে পরীক্ষার্থী পুলিশকে খবর দিলে থানা পুলিশ কেন্দ্রের গেইট ও আশপাশ থেকে ২৫জন বখাটেকে আটক করে থানায় নিয়ে আসে। পরে চুল বড়, রং করা যাবে না এবং রং বেরংয়ের ছেড়া(ডিজাইন) শার্ট,প্যান্ট পড়া যাবে না-এ শর্তে মুচলেকা নিয়ে বখাটেদের তাদের অভিভাবকদের নিকট বুঝিয়ে দেওয়া হয়। এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.আমির হোসেন বলেন,কিশোর-যুবকরা যাতে মেয়েদের সাথে ইভটিজিং করতে না পারে-সেজন্য সতর্ক করে দিয়ে অভিভাবকদের নিকট থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন