কুষ্টিয়ায় ভেড়ামারায় ইভটিজিংয়ে প্রতিবাদ করায় সন্ত্রাসীদের হামলায় গত রোববার সন্ধ্যায় গার্মেন্ট ব্যবসায়ী জহুরুল ইসলাম মিথুনের গুরুতর আহত হয়। এ ঘটনায় গতকাল সোমবার মামলা নিয়েছেন ভেড়ামারা থানা পুলিশ।
জানা যায়, আসামি রাতুল একজন ইভটিজার। সে বেশ কিছুদিন যাবত তার মেয়েকে উত্যক্ত করে আসছিল। বাদী ইভটিজিংয়ের প্রতিবাদ করলে গত রোববার সন্ধ্যায় সময় এজাহার নামীয় ইভটিজার রাতুল, রাফিন, রাজা এই ৩ জন আসামিসহ অজ্ঞাতনামা আরো ৬ থেকে ৭ জন সন্ত্রাসী মিথুনের সিনহা গার্মেন্টস ব্যবসায়ীর উপরে হামলা করে। আসামিরা লোহার রডসহ দেশিয় নিয়ে হামলা চালায়। তারা হত্যার উদ্দেশ্য ভিকটিমের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে সজোরে আঘাত করে। প্রাণ বাঁচাতে মিথুন দৌড় শুরু করলে আসামিরা তার পিছু ধাওয়া করে এবং পেছন থেকে লোহার রড, কাঠের বাটাম, লাঠি ইত্যাদি দিয়ে আঘাত করে তাকে গুরুতর জখম করে। আসামিরা জহুরুল ইসলাম মিথুনকে প্রাণনাশের হুমকি দেয় ও ভয়ভীতি প্রদর্শন করে। আহতাবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। এলাকাবাসী জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন