শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্তে ইলিশসহ আটক ১

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৯, ১২:৪৯ পিএম

ভারতে পাচারের সময় সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে সিএনজি ভর্তি ইলিশসহ আল আমিন (২২) নামের এক যুবককে আটক করেছেন বিজিবি সদস্যরা। সোমবার রাত ১০ টার সময় সীমান্তের ভোমরা বাজারের পাকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়।

আটক আল আমিন মাহমুদপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

ভোমরা বিজিবির টহল কমান্ডার সুবেদার মজিবুর রহমান জানান, চোরাকারবারিরা ভারতে ইলিশ পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে ভোমরা বাজারে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে সিএনজি ভর্তি ১১৫ কেজি ইলিশ ও আল আমিনকে আটক করা হয়। মাছসহ সিএনজির আনুমানিক মুল্য সাত লাখ টাকা। আটককৃতের সাতক্ষীরা সদর থানায় সোপার্দ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন