নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবীতে দিনাজপুরে আজ বুধবার সকাল থেকে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান চলাচল বন্ধ করে দিয়েছে চালকরা। ফলে সকাল থেকে বন্ধ রয়েছে জেলার সবকটি রুটের পণ্যবাহী যান চলাচল।
ট্রাক চালকরা জানান, সড়কে বেশীরভাগ দুর্ঘটনা ঘটে অটোরিক্সা, ভটভটি, নসিমনের জন্য। কিন্তু আইন না মেনে এসব যান চালালেও তদের কোন লাইসেন্স নাই।
তারা আরও জানান, নতুন সড়ক পরিবহন আইনে ৫ লাখ টাকা, মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। রাস্তায় ট্রাক চালাতে গিয়ে কোন কারণে দুর্ঘটনা ঘটলে এই টাকা দেয়ার সামর্থ্য তাদের নেই। তাছাড়া পরিবারের আহার যোগাতে এসে জেলখানায় বন্দী হতে চান না তারা। তারা জানান, এই আইন বহাল থাকলে প্রয়োজনে তারা অন্যকাজ করে সংসার চালাবেন। কিন্তু গাড়ী চালিয়ে বিপদ ডেকে আনবেন না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন