শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বাজারে চাল সরবরাহের কোন ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৯, ২:০৩ পিএম | আপডেট : ২:০৫ পিএম, ২০ নভেম্বর, ২০১৯

দেশে ১৪ লাখ মেট্রিক টনের বেশি খাদ্য মজুদ আছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন। তিনি বলেন, দাম বাড়ার কোনো কারণ নেই। যদি কোনো পাইকারী ব্যবসায়ী খুচরা ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ বুধবার সকালে সচিবালয়ে চালকল মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, বাজারে চাল সরবরাহের কোন ঘাটতি নেই। ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করা হয়েছে। কেউ অপচেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তদারকির জন্য এরইমধ্যে মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। চালের দাম আর বাড়বে না বরং আগের দামে নিয়ে আসতে হবে। কোনো অজুহাতেই চা‌লের দাম বাড়া‌নো যা‌বে না।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মজলুম জনতা ২০ নভেম্বর, ২০১৯, ২:৫৮ পিএম says : 0
তবে কেনো অসাধু ব্যাবসায়ীরা বাজার ধর এ ভাবে বাড়ায়
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন