শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জার্মানিতে দুই ভারতীয় গুপ্তচরের বিচার শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৯, ৫:১৬ পিএম

কাশ্মীরী ও শিখ বিচ্ছিন্নতাবাদীদের কার্যকলাপের নানা খবর ২০১৫ সাল থেকেই ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড ইন্টেলিজেন্স উইং বা ‘র’-এর হাতে তুলে দিচ্ছিলেন জার্মানিতে থাকা ৫০ বছর বয়সি মনমোহন৷ এই কাজে ২০১৭ সাল থেকে তার স্ত্রী কানওয়ালজিতও তাকে সাহায্য করতে শুরু করেন৷ ওই ভারতীয় দম্পতির বিরুদ্ধে অভিযোগ, ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর হয়ে কাজ করছিলেন তারা৷ জার্মানির ফ্রাঙ্কফুর্টে শুরু হয়েছে তাদের বিচার প্রক্রিয়া৷

গুপ্তচরবৃত্তির জন্য ‘র’ তাদেরকে মোট ৭ হাজার দুইশ’ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৭৫ হাজার টাকা) দিয়েছে বলে জানা গেছে৷ এই দুই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর বিষয়ে খবর তারা নিয়মিত ফ্রাঙ্কফুর্টের ভারতীয় দূতাবাসে কর্মরত ‘র’ কর্তাদের হাতে তুলে দিতেন বলে অভিযোগ৷ বৃহস্পতিবার জার্মানির ফ্রাঙ্কফুর্টের আদালতে শুরু হয়েছে বিচার প্রক্রিয়া৷ জার্মানিতে বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে৷ মামলার রায় হবে ১২ ডিসেম্বর৷ দোষী প্রমাণিত হলে দশ বছর পর্যন্ত কারাবাসের শাস্তি হতে পারে ভারতীয় দম্পতির৷ সূত্র: ডয়চে ভেলে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mohammed Kowaj Ali khan ২৭ নভেম্বর, ২০১৯, ৭:১৩ পিএম says : 0
এই যে ভারতীয় র দুষকৃতিকারী ওদেরকে ধরে ...দিয়া পিটানো হোক। ইনশাআল্লাহ ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন