শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ইউক্রেনকে অস্ত্র দেয়ার বদলে কূটনৈতিক পন্থা গ্রহণের আহ্বান জার্মান রাজনীতিবিদের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৩৫ পিএম

জার্মানি ইউক্রেনের সংঘাতের একটি পক্ষ নয় এবং ইউক্রেনে অস্ত্র পাঠানো বন্ধ করা উচিত, অল্টারনেটিভ ফর জার্মানি পার্টির কো-চেয়ারম্যান টিনো ক্রুপাল্লা বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন।

‘আমরা প্রথম থেকেই এর সমালোচনা করে আসছি,’ তিনি কিয়েভকে অস্ত্র সরবরাহের বিষয়ে মন্তব্য করেছেন, ‘এ বৃত্ত ভাঙ্গা দরকার।’

‘এটি আমাদের যুদ্ধ নয়, আমরা এটির একটি পক্ষ নই,’ পূর্ব জার্মানির সিলো হাইটসে সোভিয়েত যুদ্ধের স্মৃতিসৌধে ফুল দেয়ার অনুষ্ঠানে অংশ নিয়ে এ রাজনীতিবিদ বলেছিলেন।

‘একটি সমাধান খোঁজার জন্য কূটনীতি এবং আলোচনার প্রয়োজন,’ ক্রুপাল্লা উল্লেখ করেছেন।

গত সপ্তাহে, জার্মানি ইউক্রেনে ১৪টি লেপার্ড ২ ট্যাঙ্ক পাঠানোর অনুমোদন দিয়েছে এবং অন্যান্য দেশকে এই ধরনের ট্যাঙ্ক পুনরায় রপ্তানির অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সূত্র: তাস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন