সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

কোরআন-সুন্নাহর আলোকেই চার মাযহাব প্রতিষ্ঠিত

ছারছীনা দরবার শরীফে ১২৯তম মাহফিলের দ্বিতীয় দিন

ছারছীনা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম | আপডেট : ১২:০৫ এএম, ১ ডিসেম্বর, ২০১৯

ছারছীনা দরবার শরীফের পীর ছাহেবের বড় ছাহেবজাদা ও বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন বলেন, ছারছীনা একটি হক দরবার। এ দরবারে আসলে, এ দরবারের সিলেবাস মেনে জীবন পরিচালনা করলে অবশ্যই আল্লাহ ওয়ালা হওয়া যাবে। এ দরবার যে সিলেবাস পীর-ভাইদের দিয়েছে তা কোরআন-সুন্নাহ মোতাবেক প্রণীত। কোরআন সুন্নাহর বাহিরে এ দরবার কোন কাজ করেনি এবং ভবিষ্যতেও করবে না। তিনি গতকাল ছারছীনা দরবার শরীফের ১২৯তম মাহফিলের দ্বিতীয় দিনে এ কথা বলেন।

তিনি আরও বলেন, কোরআন-সুন্নাহর ভিত্তিতে চার মাযহাব প্রতিষ্ঠিত। আল্লাহ এক, নবী এক তেমনি চার মাযহাবের চার ইমামের কালেমাও এক। অতএব যারা মাযহাবকে অস্বীকার করে মূলত তারা কোরআন-সুন্নাহকেই অস্বীকার করে। এদের থেকে আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে। নিয়মিত তরীকা-তাসাউফ চর্চার মাধ্যমে আমলী জীবন গঠন করতে হবে এবং আল্লাহ ও রাসূলের মহব্বত অর্জনের জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে। প্রিয় নবী (স.) এর মহব্বত অর্জন করতে হলে, নিজেকে তার আশেক হিসেবে গড়ে তুলতে হলে বেশি বেশি দুরূদ ও সালাম পড়তে হবে।

মাহফিলের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেনÑ ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আহসান উল্লাহ, বরিশালের ডিআইজি মো. হুমায়ুন কবির প্রমূখ।
গতকাল ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলীর ওপর আলোচনা করেন মাওলানা শাহ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, মাওলানা মুহাম্মদ মাহমুদুল মুনীর হামীম, মাওলানা মুহাম্মদ আব্দুল গফ্ফার কাসেমী, মাওলানা মুহাম্মদ সিরাজুম মুনীর তাওহীদ, মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান রিয়াদ, মাওলানা মুহাম্মদ কাজী মফিজ উদ্দীন।

আজ বাদ জোহর আখেরি মোনাজাত
ছারছীনা দরবার শরীফের তিন দিনব্যাপী ১২৯তম ঈছালে ছওয়াব মাহফিলের আজ শেষ দিন। বাদ জোহর দেশ-জাতির সুখ, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করবেন আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোহাম্মদ শাহাদাত হোসেন ১ ডিসেম্বর, ২০১৯, ১১:২০ এএম says : 0
আচ্ছালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ" সম্মানীত দায়ী ইলাল্লাহ ছারছীনা, আমার প্রশ্ন যদি সকল মাজহাব কোরআন এবং সহি সুন্নাহর উপর প্রতিষ্টিত হয় তাহলে আমাদেরকে মাজহাবী বলে পরিচয় দিতে হবে কেন? কারণ কোরআন এবং সহি সুন্নাহর উপর চললেতো সবার উচিৎ নিজেদেরকে মুসলিম পরিচয় দেওয়া। যে পরিচয় দিতে আল্লাহ নিজেই কোরআনে একাধিক আয়াতে বলেছেন। ধন্যবাদ
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন