শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সুযোগ পাবে না শুধু মুসলিমরা, বিলটি পাসের পর যা বললেন মোদি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৯, ৪:৪৩ পিএম

বিরোধী দলগুলোর আপত্তি ও উত্তরপূর্বে মুসলিমদের ব্যাপক বিক্ষোভের মুখেও বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধন বিল (ক্যাব) পাস করেছে ভারত। ম্যারাথন সাত ঘণ্টা বিতর্ক ও তুমুল হট্টগোলের মধ্যে সোমবার দিবাগত মধ্যরাতে বিতর্কিত এই আইন সংশোধন বিল ৩১১-৮০ ভোটের ব্যবধানে পাস হয়। বিল পাস হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেছেন।
টুইটে মোদী লোকসভার সব সংসদ সদস্যদের ধন্যবাদ জানিয়ে লিখেন- ‘মানুষকে আপন করে নেয়ার শতবর্ষ পুরো যে প্রথা আছে ভারতীয়দের, তা আরও একবার সামনে এলো।’ বিলে সমর্থন দেয়া সব দল, সংসদ সদস্য ও বিশেষত অমিত শাহকে বিশেষ ধন্যবাদ জানান মোদী।
বিলটি চূড়ান্ত রূপ নেয়ার আগে রাজ্যসভায় পাস হতে হবে। নতুন এ বিল চূড়ান্তভাবে পাস হলে ভারতে অবস্থানকারী বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বী সকল অভিবাসীরা ভারতের স্থায়ী নাগরিক হওয়ার অনুমোদন পাবে। এক্ষেত্রে শুধুমাত্র মুসলিমরা নাগরিক হওয়ার আবেদন করতে পারবে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Nannu chowhan ১১ ডিসেম্বর, ২০১৯, ৯:৪০ এএম says : 0
Shvbo juger oshovbbo omanobik borbor bornobadi hingsrota ushkaia deowa o jatigoto biddesh srishti kari shongshod hoylo varot..
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন