শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

এনআরসির প্রতিবাদে ভারতে বিক্ষোভ অব্যাহত

দক্ষিণ-পশ্চিম সীমান্ত থেকে বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৯, ১১:৩৯ এএম

ভারতীয় পত্রিকা খবর দিয়েছে, সোমবারও সকাল থেকে ফের নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বিক্ষোভ। রাজারহাট এবং চিনার পার্কে বাস থেকে জোর করে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। হাওড়ার আমতায় দুটি পৃথক জায়গায় পথ অবরোধ এবং হরিদাদপুর স্টেশনে রেল অবরোধ হয়েছে। পূর্ব মেদিনীপুরের বাসুলিয়া স্টেশনে অবরোধের জেরে হাওড়া–পাঁশকুড়া লাইনে ট্রেন চলাচল ব্যাহত। হলদিয়া লোকাল সহ বেশ কিছু লোকাল এবং মালগাড়ি থমকে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় সুতাহাটা থানার পুলিস। হলদিয়া–মেচেদা রাজ্য সড়কে কোলাঘাটের কাছে, তমলুকের নিমতৌড়িতে অবরোধ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ধপধপি স্টেশনে অবরোধ হয়েছে। রেল অবরোধের ফলে থমকে গিয়েছে বহু লোকাল এবং দূরপাল্লার ট্রেন। কর্মব্যস্ত সপ্তাহের প্রথম সকালেই এই ঘটনায় চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। অবরোধ, বিক্ষোভের জেরে আজও বাতিল দক্ষিণপূর্ব, পূর্ব এবং উত্তরপূর্ব রেলের একাধিক দূরপাল্লার ট্রেন। ফরাক্কা–আজিমগঞ্জ এক্সপ্রেস, ফলকনুমা এক্সপ্রেস, হাওড়া–কন্যাকুমারী এক্সপ্রেস, সাঁতরাগাছি–পুডুচেরি স্পেশাল, হাওড়া–গুয়াহাটি এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদা–আগরতলা এক্সপ্রেস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন