রোহিঙ্গাদের জাতিগত স্বীকৃতি দেবেনা বলে সাফ জানিয়ে দিয়েছেন মিয়ানমার প্রতিনিধি দল। বাঙালী পরিচয়ে, বিদেশী নাগরিক হিসেবে ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড বা এনভিসি নিয়েই কেবল মিয়ানমারে যাবার সুযোগ পাবেন বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা।
বুধবার বিকালে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন মিয়ানমারের Ministry of Foreign Affairs এর International Organizations and Economic Department এর Director General, Chan Aye. এভাবেই মিয়ানমার প্রতিনিধি দলের সাথে রোহিঙ্গাদের প্রথম দিনের বৈঠক কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।
উল্লেখ্য গতকাল বুধবার থেকে মিয়ানমারের ১৫ সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল কক্সবাজারে অবস্থান করে উখিয়া- টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের সাথে সরাসরি কথা বলে তাদের মিয়ানমারে ফেরাবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। আজ বৃহস্পতিবার ও রোহিঙ্গাদের সাথে কথা বলবেন এই প্রতিনিধি দল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন