ব্যস্ততম পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘনকুয়াশায় নৌদুর্ঘটনা এড়াতে সোমবার গভীর রাতে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় যাত্রী ও যানবাহন বোঝাই শাপলা শালুক নামে একটি ফেরি মাঝ নদীতে নোঙর করে থাকতে বাধ্য হয়। গতকাল সকাল ৯টার পর কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হলেও যানবাহনের বাড়তি চাপ পড়ে উভয়ঘাটে। যানবাহনের বাড়তি চাপে ঘাট এলাকায় সৃষ্ট যানজটে যাত্রীসাধারণ চরম দুর্ভোগ পোহায়।
বিআইডবি্লউটিসি আরিচা অফিস সূত্র জানায়, সোমবার রাতে সৃষ্ট ঘন কুয়াশায় নৌপথে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় রাতে আসা দূরপাল্লার যাত্রীবাহী কোচ ও পণ্যবাহী ট্রাক ঘাটে পারের অপেক্ষায় থাকে। সকালে পরিস্থিতি স্বাভাবিক হলে দুর্ভোগ লাঘবে যাত্রীবাহী পরিবহন অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হয়।
এদিকে, ঘন কুয়াশায় মহাসড়কেও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন ধীরে চলছে ও দিনের বেলায়ও সার্চলাইট ব্যবহার করা হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন