বিশিষ্ট অভিনেতা এটিএম শামসুজ্জামান অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। এ্যাজমা ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক আতিকুর রহমানের তত্ত্বাবধানে আছেন তিনি। তিনি বলেন, আগে দুবার তিনি আমার অধীনে ভর্তি ছিলেন। এবার ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করেছেন। শরীরের এক পাশ অবশ। একটি চোখের এক পাশে ভাইরাল অ্যাটাক হয়েছে। শারীরিক অবস্থা খুবই দুর্বল। সবকিছু বিবেচনায় আমরা ওনাকে নিউরোমেডিসিন বিভাগের অধীনে ভর্তির পরামর্শ দিয়েছি। বর্তমানে তিনি নিউরোমেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক রফিকুল ইসলামের অধীনে ভর্তি আছেন। এদিকে অসুস্থ অবস্থায়ই এটিএম শামসুজ্জামান আবার হজে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি জানান, এখন পর্যন্ত ১১ বার হজ করেছি। আবারও হজে যাওয়ার ইচ্ছা আছে। সুস্থ হয়ে উঠলে আবার হজে যাবো। উল্লেখ্য, গত সপ্তাহে এটিএম শামসুজ্জামান অসুস্থ হয়ে পড়েন। তিনি কথা বলতে পারছিলেন না। দ্রুত তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন